Bangladesh Paduka Prostutkarak Samity(BPPS)
বাংলাদেশ পাদুকা প্রস্ততকারক সমিতি ১৮/০৯/১৯৮৮ইং সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক টি. ও লাইসেন্স প্রাপ্ত হয়। পরবর্তীতে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস-এ নিবন্ধন হয়ে ইনকর্পোরেশন সার্টিফিকেট গ্রহণ করেছি। দেশের বেসরকারীখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)-তে “এ” শ্রেনীর একটি এসোসিয়েশন হিসেবে অধিভূক্ত হয়েছে। বাংলাদেশ পাদুকা প্রস্ততকারক সমিতি এ যাবৎ পাদুকা শিল্পের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। বিপিপিএস ব্যবসায়ীদের উন্নয়নমূলক কর্মকান্ড রক্ষার জন্য বিভিন্ন সময় সরকারের সাথে সেমিনার, সিম্পোজিয়াম ও মতবিনিময় সভা করে ফলপ্রসু আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের অধিকার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশ পাদুকা প্রস্ততকারক সমিতি’র কর্মকর্তাবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ক্ষুদ্র শিল্পকে পাদুকা শিল্প বৃহৎ শিল্পায়াঞ্চলে রুপান্তরিত করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে বাংলাদেশের নি¤œ আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই স্বল্প মূল্যে জুতা ও স্যান্ডেল ব্যবহারের যুগপযোগী করতে সক্ষম হয়েছে। বর্তমানে এই শিল্প আমদানীর উপর নির্ভর না করে বাংলাদেশে জুতা ও স্যান্ডেল প্রস্তত করে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে কমমূল্যে বাজারজাত করতে পারছে, যা আমাদের জন্য বিরাট গর্বের বিষয়।